আন্তর্জাতিক ডেস্ক:দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট দ্বীপ রাষ্ট্র ব্রুনাই সমকামিতা, পরকীয়া, ব্যাভিচার ও নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নিয়ে কটাক্ষ করলে উন্মুক্ত মঞ্চে পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের আইন চালু করতে চলেছে।
৩ এপ্রিল (বুধবার) থেকে এই আইন দেশটিতে কার্যকর করা হবে। এছাড়া চুরি ও শ্লীলতাহানীর মত অপরাধে মৃত্যুদণ্ড জারি করতে যাচ্ছে ব্রুনাই।
কিন্তু এই আইন জারি করতে যাওয়ায় দেশটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক অনেক নামধারী মানবাধিকার সংস্থা ব্রুনাইয়ের এমন আইনের কড়া বিরোধিতা করছে।
ব্রুনাইয়ের সুলতান ২০১৩ সালে ইসলামি শরিয়া আইনে দেশ পরিচালনার ঘোষণা দেন। ১৯৮৪ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে আলাদা হলেও এখনো ব্রিটেনের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে ব্রুনাইয়ের।
দেশটিতে শুরু থেকেই সম্মানিত দ্বীন ইসলামের পথ মেনে চলতে দেখা যায় । মুসলিম অধ্যুষিত ব্রুনাইয়ে মদ বিক্রি থেকে মদ্যপান সবটাই নিষিদ্ধ। এছাড়া জুয়াও দেশটিতে একপ্রকার নিষিদ্ধ।
সূত্র: আল-জাজিরা